EHS Policy

ehs-policy-spotlight-asian-paints

EHS Policy

Environment, Health and Safety Policy of Asian Paints Ltd.

 

Health and Safety Policy of Asian Paints Ltd.

Asian Paints is committed to ensure safety and protect health of its employees, service providers, visitors, neighboring communities and customers. 

Scope and applicability of the Policy:

This Health and Safety Policy is applicable to all the operating sites of Asian Paints, its subsidiaries and joint ventures (where Asian Paints has Management Control). The operating sites include Plants, Research & Technology facilities, Offices, Distribution, Sales depots, Retail Sales & Services and Project Sales. This policy is applicable at work, travel between home and work of employees, business related travel including stay and all Company organized business events

Objectives of the Company Management shall be to:

1.      Comply with all applicable health and safety statutory regulations. 

2.      Move towards Zero Injuries, Zero Occupational illnesses and Zero incidents of Property Damage 

3.      Comply with the applicable Safety Manual to achieve its safety, health and wellbeing objectives.   

The Company Management shall: 

1.      Ensure compliance with all applicable health and safety legislations and relevant standards.

2.      Integrate safety, health and wellbeing into all business processes.

3.      Ensure that all activities across the value chain are conducted as per the defined health and safety procedures, including 

      a.      selection and evaluation of suppliers, contractors and other service providers, 

      b.      research leading to development of new products and services 

      c.      design, engineering, construction and commissioning of new projects, 

      d.      adopting principles of inherent safe design,

      e.      operating and maintaining plants and other facilities in accordance with the designated safety criteria throughout their working life

      f.      distribution of products 

      g.      technical service at customer sites and other consumer interfaces

4.      Educate customers on safe use of products.

5.      Provide safe and healthy working conditions for the prevention of work-related injury and ill health of employees and service providers.

6.      Ensure that adequate resources, support and supervision are provided to employees and service providers to carry out their job safely and to continually upgrade health and safety standards.  

7.      Conduct risk assessments, safety audits and safety inspections at prescribed frequency and take all remedial measures to eliminate hazards and reduce occupational health and safety risks, arising out of operations. 

8.      Implement Behavior Based Safety Program in order to inculcate safety as a personal value 

9.      Maintain a comprehensive On-Site Emergency Plan and related facilities to handle emergencies. 

10.   Assess competence of individuals in the area of safety during recruitment and career advancement. 

11.   Define roles and responsibilities of employees in the safety organization of the plant / facility / operations. 

12.   Keep employees and service providers informed, educated, trained and retrained on safety, health and wellbeing to ensure safe conduct of their jobs. 

13.   Establish mechanisms for consultation with employees and their representatives, contractors, suppliers, customers, local communities, neighbors and regulators to promote safety and building a safe work culture. 

14.   Establish mechanisms for participation of employees including their representatives wherever applicable

15.   Ensure that each employee including contractors and visitors comply with all safety rules and regulations framed for the operation. 

16.   Extend all possible help to industries / depots / offices around Asian Paints Operations in case of emergencies. 

17.   Provide a resume of health and safety performance in the Company annual report.    

The Company shall ensure effectiveness of this policy through:

1.      Setting goals and objectives on safety, health and wellbeing and review these periodically to ensure that these are being met.

2.      Analysis of health and safety incidents, identification of root causes and implementation of corrective and preventive actions (CAPA). 

3.      Appropriate action, in case of a violation by an employee, as per rules and procedures framed for the purpose. 

4.      Review of this policy annually or on significant changes in business. 

5.      Periodic review of the safety, health and wellbeing standards for their continued appropriateness and effectiveness. 

 

এশিয়ান পেইন্টস লিমিটেডের স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি

এশিয়ান পেইন্টস তার কর্মচারী, সেবা প্রদানকারী, দর্শনার্থী,  প্রতিবেশী সম্প্রদায় এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নীতির পরিধি এবং প্রযোজ্যতা:

এই স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি এশিয়ান পেইন্টসের সকল সাইট, এর সহযোগী সংস্থা এবং এশিয়ান পেইন্টসের সকল যৌথ উদ্যোগের জন্য প্রযোজ্য (যেখানে এশিয়ান পেইন্টসের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ রয়েছে)। অপারেটিং সাইটগুলির মধ্যে রয়েছে প্ল্যান্ট, গবেষণা ও প্রযুক্তি সুবিধা, অফিস, ড্রিস্টিবিউশন, সেইলস ডিপো, রিটেইলস সেইলস ও পরিষেবা এবং প্রজেক্ট সেইলস । এই নীতিটি কর্মক্ষেত্র, কর্মচারীদের বাসস্থান এবং কর্মক্ষেত্রে যাতায়াত, অবস্থান সহ ব্যবসা সম্পর্কিত ভ্রমণ এবং কোম্পানির সমস্ত ব্যবসায়িক ইভেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য।

কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদের উদ্দেশ্য থাকবে:

১. স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্পর্কিত সকল  বিধিবদ্ধ নিয়ম কানুন মেনে চলা।

২. শূন্য দুর্ঘর্টনা, শূন্য পেশাগত ব্যাধি এবং শূন্য সম্পদ বিনষ্ট নিশ্চিত করা।

৩. নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুস্থতার উদ্দেশ্যগুলি অর্জনের জন্য নিরাপত্তা সম্পর্কিত সকল নিয়ম কানুন মেনে চলা।

 

কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ:

১. স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্পর্কিত সকল  বিধিবদ্ধ আইন এবং প্রাসঙ্গিক স্ট্যান্ডার্ডগুলি নিশ্চিত করবেন।

২. সমস্ত ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্যে নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুস্থতাকে একীভূত করবেন।

৩. নিম্নলিখিত বিষয় সমূহের অন্তর্ভুক্তি সাপেক্ষে  স্বাস্থ্য এবং নিরাপত্তা পদ্ধতিতে সংজ্ঞায়িত সমস্ত কার্যক্রম নিশ্চিত করবেনঃ

-         সরবরাহকারী, ঠিকাদার এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের নির্বাচন এবং মূল্যায়ন,

-         নতুন পণ্য এবং সার্ভিস এর উন্নয়নকল্পে পরিচালিত  গবেষণা

-         নতুন প্রকল্পের নকশা, প্রকৌশল, নির্মাণ এবং কমিশনিং

-         সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরাপদ নকশা নীতি গ্রহণ

-         প্ল্যান্ট অপারেশন  এবং এই সম্পর্কিত যাবতীয় কার্যক্রম যথাযথ নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে সম্পাদন করা

-         পণ্য বিতরণ

-         ক্রেতা এবং ভোক্তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সেবা প্রদান।

৪. পণ্যের নিরাপদ ব্যবহার সম্পর্কে গ্রাহকদের দক্ষতা বৃদ্ধি করা।

৫. সকল কর্মচারী এবং সেবা প্রদানকারীদের তাদের কর্ম-সম্পর্কিত যেকোনো ধরনের আঘাত এবং অসুস্থতা প্রতিরোধের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ প্রদান করা।

৬. সকল কর্মচারী এবং সেবা প্রদানকারীদের তাদের কাজ নিরাপদে চালানোর জন্য পর্যাপ্ত রিসোর্স, সহায়তা এবং তত্ত্বাবধান প্রদান করা এবং ক্রমাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৭. অপারেশনের ফলে সৃষ্ট ঝুঁকি দূর করনে এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি হ্রাস কল্পে  নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা অডিট এবং নিরাপত্তা পরিদর্শন পরিচালনা করা এবং  অন্যান্য সকল প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা ।

৮. পেশাগত মূল্যবোধের সাথে সেইফটি সংশ্লিষ্ট বিষয়গুলো অনুধাবন করনে বিহেভিয়ার বেইসড সেইফটি (বি বি এস) প্রোগ্রাম বাস্তবায়ন করা ।

৯. জরুরী পরিস্থিতি  মোকাবেলায়  অন-সাইট ইমার্জেন্সি প্ল্যান বাস্তবায়ন করা এবং এ সম্পর্কিত প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করা ।

১০. নিয়োগ প্রক্রিয়া এবং পেশাগত প্রবৃদ্ধির সময়ে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপত্তা সংশ্লিষ্ট  দক্ষতা মূল্যায়ন করা ।

১১. প্ল্যান্ট এবং অপারেশন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সেইফটি সম্পর্কিত দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করা  ।

১২. সকল কর্মচারী এবং সেবা প্রদানকারীদের তাদের কাজ ঝুঁকিমুক্ত ভাবে সম্পাদনের লক্ষে নিরাপত্তা এবং  স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ এবং তার মূল্যায়নের ব্যবস্থা করতে হবে ।

১৩. সকল কর্মকর্তা,কর্মচারী এবং তৎসংশ্লিষ্ট প্রতিনিধি, ঠিকাদার, সরবরাহকারী, গ্রাহক, স্থানীয় সম্প্রদায়, প্রতিবেশী এবং নিয়ন্ত্রকদের জন্য একটি নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষে সুষ্ঠূ কর্ম পরিকল্পনা গড়ে তোলা ।

১৪. সকল কর্মকর্তা এবং কর্মচারীদের তাদের প্রতিনিধি সহ প্রয়োজন সাপেক্ষে যেকোনো নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে প্রয়োজনীয় কর্ম প্রক্রিয়া সৃষ্টি করা।

১৫. সকল কর্মকর্তা এবং কর্মচারীদের তাদের ঠিকাদার এবং ভিজিটর সহ অপারেশনের জন্য প্রণীত সকল নিরাপত্তা বিধি ও আইন মেনে চলা নিশ্চিত করা।

১৬. জরুরী পরিস্থিতিতে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর পক্ষ হতে কারখানার আশেপাশের শিল্প/ডিপো/অফিস সমূহে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

১৭. কোম্পানির বার্ষিক প্রতিবেদনে স্বাস্থ্য এবং নিরাপত্তা সংশ্লিষ্ট একটি পুর্নাঙ্গ রিপোর্ট প্রদান করা।

 

কোম্পানি নিম্নোক্ত উপায়ে এই নীতির কার্যকারিতা নিশ্চিত করবে:

-         নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা এবং এগুলো পূরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পর্যালোচনা করা।

-         দুর্ঘটনা বিশ্লেষণ, মূল কারণ সনাক্তকরণ এবং সংশোধনমূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা।

-         কোনো কর্মকর্তা এবং কর্মচারী কর্তৃক কোম্পানির নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে,যথোপযুক্ত আইন ও বিধি অনুসরণ সাপেক্ষে  তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।

-         বার্ষিক ভিত্তিতে এই পলিসির পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা।

নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুস্থতার মানদণ্ডের উপযুক্ততা এবং এর কার্যকারিতা মূল্যায়নের জন্য পর্যালোচনা করা।

 

 Rahul Bhatnagar

CHIEF EXECUTIVE – APIPL

3rd December 2020